November 23, 2025, 11:16 pm

‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আওয়ামী লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে’ — ড. মঈন খান

  • Update Time : Monday, October 27, 2025
  • 36 Time View

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই ধ্বংসের পথে হাঁটছে আওয়ামী লীগ। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। দেশের এমন কোনো এলাকা নেই, যেখানে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের নির্যাতন ও হয়রানির শিকার হয়নি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, “আওয়ামী লীগ চেয়েছিল জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু সেই অন্যায়ের পথেই আজ তারা নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। ইতিহাস সাক্ষী—যে স্বৈরাচারীরা জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তারা কেউ টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।”

তিনি আরও বলেন, “আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপি সেই সংস্কারের প্রক্রিয়া শুরু করেছিল তিন বছর আগেই। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ—আমাদের কাউকে সংস্কার শেখাতে হবে না।”

একই সঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে আর এক-এগারো আসবে না। কেউ যদি সেটা মনে করে, তবে সে বোকার স্বর্গে বাস করছে।”

সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com