November 24, 2025, 12:35 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি

  • Update Time : Monday, October 27, 2025
  • 34 Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী ৩০০ সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আজ সারাদেশের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছি। ৬৪ জেলার ৩০০ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।”

সিনিয়র সচিব আরও জানান, প্রাথমিকভাবে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি ধরা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার থাকবে। প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

ইসির খসড়া অনুযায়ী, আগে প্রস্তাবিত ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি। অর্থাৎ এবার ভোটকেন্দ্র বেড়েছে, তবে ভোটকক্ষ কিছুটা কমেছে—তখন মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টিতে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com