ক্রীড়া ডেস্ক:
লিওনেল মেসির নামের পাশে রেকর্ড যেন নিত্যনতুন সংযোজন। পেশাদার ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই আর্জেন্টাইন মহাতারকা এবারও দেখালেন নিজের অনন্যতা—তাও আবার হেডে গোল করে। ইন্টার মায়ামির জার্সিতে উড়ন্ত হেডসহ জোড়া গোল করে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারালেন তিনি, এনে দিলেন দলের গুরুত্বপূর্ণ জয়।
মাত্র একদিন আগে ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি সম্পন্ন করেন মেসি। এর মধ্যেই এমএলএসের মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে আগেই নিশ্চিত করেছিলেন গোল্ডেন বুট। আজ প্লে-অফের ম্যাচ শুরুর আগে লিগের কমিশনার ডন গারবার তার হাতে সেই পুরস্কার তুলে দেন। পুরস্কার নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নামেন, আর হেডে গোল করে যেন প্রমাণ দেন—সময় এখনো তারই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক উড়ন্ত হেডে দলকে এগিয়ে দেন মেসি। বিরতিতে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও গতি বাড়ায় হাভিয়ের মাশ্চেরানোর দল। ৬২ মিনিটে ইয়ান ফ্রের ক্রসে তাদেও আলেন্দের হেডে আসে দ্বিতীয় গোল।
ইনজুরি সময়ে ৯৬ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি। যদিও ন্যাশভিলের হানি মুখতার এক গোল শোধ করেন, তবে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
পুরো ম্যাচে ৫৩ শতাংশ বল দখলে রাখে ইন্টার মায়ামি, নেয় ১২টি শট, যার অর্ধেকই লক্ষ্যে। ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি ছিল টার্গেটে।
সপ্তাহের ব্যবধানে ন্যাশভিলকে দ্বিতীয়বার হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছিল তারা। আজকের জয় নিয়ে ‘বেস্ট অব থ্রি’ প্লে-অফের প্রথম রাউন্ডে এগিয়ে গেল মায়ামি—আর মেসি আবারও প্রমাণ করলেন, বয়স কেবল সংখ্যামাত্র।