November 24, 2025, 12:33 am

বাড়ছে শীতের সবজি সরবরাহ, বাজারে স্বস্তি

  • Update Time : Saturday, October 25, 2025
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক:

পুরোদমে শীত না এলেও রাজধানীর বাজারে ইতোমধ্যে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। এতে গত সপ্তাহের তুলনায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে কমতে শুরু করেছে ডিমের দামও। তবে তেল, চিনি ও লবণের দামে তেমন পরিবর্তন নেই।

বিক্রেতারা জানাচ্ছেন, অধিক লাভের আশায় কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, ফলে মৌসুমের শুরুতেই বাজারে এসেছে নানা রকম শীতের সবজি। এর প্রভাবে গত কয়েক সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে।

রাজধানীর তালতলা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে—শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০-১৪০ টাকায়, মুলা ৬০-৮০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়, তবে আকারে তুলনামূলক ছোট। লাউয়ের দামও আকার ও মানভেদে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।

ক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় আগের চেয়ে দাম কিছুটা কমেছে। ক্রেতা এনামুল হোসেন জানান, “গত সপ্তাহে ২০০ টাকায় শিম কিনেছি, আজ পেলাম ১২০ টাকায়। মুলা ও কপির দামও প্রায় ২০ টাকা কমেছে।”

বিক্রেতাদের আশা, এক থেকে দুই সপ্তাহের মধ্যে সরবরাহ আরও বাড়বে এবং দামে আরও স্বস্তি আসবে। গরমের সময়কার সবজির দামও ধীরে ধীরে কমছে। বর্তমানে লম্বা বেগুন কেজি প্রতি ৮০-৯০ টাকা, গোল বেগুন ১০০-১২০ টাকা, যা দুই সপ্তাহ আগেও ছিল ১৫০ টাকা পর্যন্ত।

চিচিঙ্গা, করলা, ঝিঙ্গা, ধুন্দল ও পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়; পেপে ৩০-৩৫ টাকায়। বরবটির দাম আগের মতোই ৯০-১০০ টাকায় স্থির আছে।
আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫-৩০ টাকায়, আর পেঁয়াজ ৬০-৮০ টাকায়।

ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৫০ টাকা, এখন তা কমে ১৪০ টাকায় নেমেছে। যদিও কিছু খুচরা দোকানে এখনও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়, আর সোনালি মুরগির দাম ২৮০-৩০০ টাকার মধ্যে।

অন্যদিকে তেল, চিনি ও লবণের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com