নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে (২০১৭–২০২৪) কোনো নিয়োগ পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ পাওয়া প্রায় ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়েছে ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা। নিয়োগে অনিয়ম, অযোগ্যতা এবং সনদ জালিয়াতির অভিযোগে এরই মধ্যে প্রায় সাড়ে চার হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বর্তমানে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা যাচাইয়ে পদক্ষেপ নিয়েছে। এই প্রক্রিয়ায় ৫ হাজার ৩৮৫ জনকে পরীক্ষার আওতায় আনলেও অংশ নেননি ৪ হাজার ৯৫৩ জন। তাঁদের অনেককে ওএসডি করা হয়, পরবর্তীতে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাড়ে চার হাজার জনকে ছাঁটাই করা হয়। এদের অবসর সুবিধা দিতে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা।
যাঁরা নতুন করে পরীক্ষা দিতে চেয়ে আবেদন করেছেন (প্রায় ৭০০ জন), তাঁদের বিষয়ে ইতিবাচকভাবে ভাবছে ব্যাংকটি। পাশাপাশি, যাঁরা নিম্নপদে নিয়োগ পেয়েছেন, তাঁদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দীন জসীম বলেন, এস আলমের আমলে বেশিরভাগ নিয়োগই ছিল অনিয়মতান্ত্রিক। শৃঙ্খলাভঙ্গ ও ব্যাঙ্কের ক্ষতি রোধে বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।