November 24, 2025, 3:48 am

নয় সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক:

জনস্বার্থে নয়জন সিনিয়র ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী সরকার তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছে। অবসরে যাওয়া এই কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সব অবসর-সংক্রান্ত সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবরা হলেন:

১. মো. মনজুর হোসেন (৫৪৯০) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
২. মো. মশিউর রহমান, এনডিসি (৫৫৬৮) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৩. মো. সামসুল আরেফিন (৫৭৭৩) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৪. মো. মিজানুর রহমান, এনডিসি (৫৯২৪) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৫. মো. আজিজুর রহমান (৫৯২৯) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৬. মো. নূরুল আলম (৫৯৯৪) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৭. ড. ফরিদ উদ্দিন আহমদ (৬০৬৫) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৮. ড. এ কে এম মতিউর রহমান (৭৬৩১) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়
৯. শফিউল আজিম (৬৩৬৫) – বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে তাদের কারও বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ বা তদন্তের বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com