নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হতে চলেছে, যা দ্রুত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে তা আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি শুরু হবে, যা বৃহস্পতিবার থেকে বিস্তৃত হয়ে পড়বে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগজুড়ে। এই সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
শুক্রবার থেকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু অংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বজায় থাকার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে—এর একটি শুরুতেই হয়েছিল, আর দ্বিতীয়টি এখন সৃষ্টি হতে যাচ্ছে। বাকি একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।