November 23, 2025, 8:28 pm

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : Tuesday, October 21, 2025
  • 28 Time View

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। তাদের রাজনৈতিক আদর্শ ও অতীত কার্যকলাপ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ আর কখনো অন্ধকারে ফিরে যাবে না।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে ন্যায়, মানবতা ও সংহতি। যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা, তবে তা কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ঢাল হবে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, ধর্মের নামে বিভাজন ও রাষ্ট্র দখলের চেষ্টাও আর সফল হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কওমী, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ একটি বন্ধনে ঐক্যবদ্ধ। এই দেশ শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে থাকবে। শহীদদের রক্তে রঞ্জিত এই মাটিতে, বিভেদমূলক রাজনীতির কোনো স্থান নেই।”

দেশের মানচিত্র, ইসলাম এবং আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব সবাইকে নিতে হবে বলেও উল্লেখ করেন পাটওয়ারী।

তবে তিনি সহনশীলতার রাজনীতির পক্ষেও অবস্থান জানান। “আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের জন্য গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে ফিরে আসার দরজা খোলা আছে। বাংলাদেশ কারও শত্রুতার জন্য নয়— এটি সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও একটি নতুন ভবিষ্যতের আহ্বানের দেশ।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য বর্তমান রাজনীতিতে জামায়াত ইস্যুতে চলমান বিতর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com