হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কারণে স্থবির হয়ে পড়া পণ্য খালাস কার্যক্রম পুনরায় চালু হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে ৯ নম্বর বিকল্প গেট দিয়ে আনুষ্ঠানিকভাবে কাস্টমস কার্যক্রম শুরু হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, কমিশনারের অনুমোদনে এয়ার ফ্রেইট ইউনিট আমদানি কার্যক্রম ফের চালু করেছে। রপ্তানি কার্যক্রম অবশ্য অগ্নিকাণ্ডের আগে ও পরে নিরবচ্ছিন্নভাবেই চালু ছিল।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অস্থায়ীভাবে জিএসই মেইনটেন্যান্স এলাকাকে পণ্য সংরক্ষণের জন্য নির্ধারণ করেছে। কাস্টমস এখন সেখানেই পণ্যের কায়িক পরীক্ষা পরিচালনা করছে। এছাড়া, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে পণ্যের খালাস প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর আমদানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্যিক কার্যক্রমে ধস নামে। তবে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সেই স্থবিরতা কাটিয়ে ওঠে। নতুন ব্যবস্থায় আজ সোমবার সকাল থেকেই কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “আমরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং বাণিজ্যে গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত সমন্বয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় কার্যক্রম শুরু করতে পেরেছি। এই উদ্যোগে বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।”
ব্যবসায়ী মহল কাস্টমসের এই ত্বরিত উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। এক আমদানিকারক বলেন, “দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ায় আমাদের পণ্য ডেলিভারি আবার শুরু হয়েছে। তবে আগুনে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে।”
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি কুরিয়ার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান, প্রথম সচিব মো. তারেক হাসান, ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব পঙ্কজ বড়ুয়া, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটিকে দ্রুত সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।