November 23, 2025, 8:29 pm

মা হলেন পরিণীতি চোপড়া

  • Update Time : Sunday, October 19, 2025
  • 28 Time View

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির রাজনীতিক রাঘব চাড্ডার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। দীপাবলির ঠিক আগে এই দম্পতি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন পরিণীতি। মা ও নবজাতক—দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা থেকেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করার খবর ঘুরছিল। অবশেষে রোববার খুশির সংবাদটি নিজেই নিশ্চিত করেন রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে নবজাতকের আগমনের আনন্দ ভাগ করে নেন তিনি।

বিবৃতিতে রাঘব লেখেন, “অবশেষে সে এসে গেছে—আমাদের পুত্রসন্তান! সত্যি বলতে, তার আগের জীবনটা কেমন ছিল, সেটা এখন আর মনে পড়ে না। আমাদের হৃদয় এখন সম্পূর্ণ। আগে আমরা ছিলাম একে অপরের জন্য, এখন আমাদের পুরো জগৎ।”

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। চলতি বছরের আগস্টে তাঁরা প্রথম সন্তানের আগমনের সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

প্রয়োজনে এটি সংক্ষিপ্ত, শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট বা হেডলাইন স্টাইলেও সাজানো যেতে পারে। জানাতে পারেন কীভাবে চান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com