আসছে ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে আবারও পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ থাকবে। তবে পর্যটকদের রাত্রিযাপন অনুমতি দেওয়া হবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার জন্য ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। এতে সেন্ট মার্টিনে পর্যটন খাতের ওপর ব্যাপক প্রভাব পড়ে। বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচল, জেটিঘাট হয়ে পড়ে নীরব। অনেক কর্মচারী বেকার সময় পার করেন।
সরকার জানিয়েছে, দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই বিরতি নেওয়া হয়েছিল। ভবিষ্যতে সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণনির্ভর একটি টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।