November 24, 2025, 1:58 am

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

  • Update Time : Wednesday, October 15, 2025
  • 16 Time View

বিশেষ প্রদিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এটি শুধু ঘোষণা নয়, ঐ সনদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে।”

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, “আপনারা যেভাবে একসঙ্গে বসে সনদ তৈরি করেছেন, আমাদের দায়িত্ব হলো সেই অনুযায়ী একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। তাহলেই আমাদের কাজ সম্পন্ন হবে।”

ছাত্র–জনতার অভ্যুত্থানের পরবর্তী ধাপ হিসেবে এই সনদকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, “যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, তা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বরং বিশ্ব রাজনীতির ইতিহাসেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সংস্কারের যে কথা আমরা এতদিন বলে এসেছি, আপনারাই সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন।”

প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য ব্যবহৃত কলমগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে। তিনি বলেন, “এই ঘটনা এতটাই ঐতিহাসিক যে এর বিশালতা এখন পুরোপুরি উপলব্ধি করা যাচ্ছে না। মাসের পর মাস আলোচনার পর আজ আমরা সফলভাবে একমত হতে পেরেছি।”

তিনি আরও জানান, জুলাই সনদে থাকা সব দলিল জনসাধারণের মধ্যে সহজ ভাষায় প্রচার করা হবে, যাতে সবাই বুঝতে পারে, কেন এবং কীভাবে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।

সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, “এই অর্জন জাতির জন্য একটি অমূল্য সম্পদ হয়ে থাকবে।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com