November 23, 2025, 8:31 pm

বিশ্বকাপ নিশ্চিত করল কাতার, আফ্রিকার আরও তিন দল

  • Update Time : Wednesday, October 15, 2025
  • 16 Time View

খেলাধুলা ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল এশিয়ার কাতার এবং আফ্রিকার তিন দল—দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল। এ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে ২৮টি দেশ, যার মধ্যে রয়েছে তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

মঙ্গলবার বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কাতার। ২০২২ সালে আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেললেও এবার মাঠের লড়াই পেরিয়ে নিজেদের জায়গা করে নিল মধ্যপ্রাচ্যের এই দলটি।

আফ্রিকায় উত্তেজনাপূর্ণ বাছাইপর্বের শেষ দিনে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে। এই অর্জনের ফলে শক্তিশালী নাইজেরিয়াকে তাদের গ্রুপ থেকে প্লে-অফের দিকে যেতে হচ্ছে।

এর আগে আইভরি কোস্ট ও সেনেগাল বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করে। আর ইতিহাস গড়েছে কেপ ভার্দে, যারা এবার প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে।

ইউরোপে এখনো বাছাইপর্বের লড়াই চলমান, তবে কয়েকটি দলের অগ্রগতির ফলে বিশ্বকাপের চিত্র ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল, যা হবে ফিফা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ২৮ দলের মধ্যে রয়েছে:

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com