আন্তর্জাতিক ডেস্ক
সীমান্ত উত্তেজনার মধ্যেই ফের ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উভয় পক্ষ অস্থায়ীভাবে সংঘর্ষ বিরতি চুক্তিতে পৌঁছেছে। এই সময়ের মধ্যে দুই দেশ একটি ‘ইতিবাচক ও টেকসই সমাধানে’ পৌঁছানোর লক্ষ্যে আলোচনা করবে।
এর আগে কাতার ও ইরানের মধ্যস্থতায় সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও, তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়ে।
এদিকে সীমান্তে চলমান সংঘর্ষ নিয়ে দুই দেশের দাবিতে এসেছে ভিন্নতা। পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করছে, তারা আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান ঘাঁটিতে হামলা চালিয়ে তালেবানের ৪ নম্বর ব্যাটালিয়ন ও ৬ নম্বর বর্ডার ব্রিগেড ধ্বংস করেছে। এতে কয়েক ডজন তালেবান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছে বলেও জানানো হয়।
সূত্র অনুযায়ী, এই পদক্ষেপ নেওয়া হয় মহমান্দ জেলার তুর্কমেনজাই সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে, যারা পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তান দাবি করেছে, তাদের বাহিনীর কঠোর ও সময়োপযোগী প্রতিক্রিয়ায় অনুপ্রবেশকারীদের একটি বড় দলকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, যেখানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে।
অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে বিপরীত অভিযোগ এনেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত কান্দাহারের স্পিন বোল্ডাক এলাকায় পাকিস্তানি হামলায় ১২ জন আফগান নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, “এই লড়াই পাকিস্তানই শুরু করেছে, এবং আফগানিস্তান এর উপযুক্ত জবাব দিয়েছে।”
দুই পক্ষের এই বিরোধপূর্ণ অবস্থানে আবারও যুদ্ধবিরতির ঘোষণা আসলেও, সীমান্তে স্থায়ী শান্তি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা সন্দিহান।