নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০২ জন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগেও ডেঙ্গুর বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার বাইরের বিভাগভিত্তিক রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ৮৫ জন, বরিশালে ১৩৩ জন, ময়মনসিংহে ৫০ জন, খুলনায় ৬২ জন, রংপুরে ১৯ জন, রাজশাহীতে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪২ জন। আর মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১৫ জন রোগী।