ক্যাম্পাস প্রতিনিধি
নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে সংঘটিত এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাবি শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে পুলিশ জানিয়েছে, রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম বলেন, “ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের দোকান সরিয়ে সেখানে চায়ের দোকান বসাতে চাইছিলেন। এ নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।”
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “বিস্ফোরণটি ককটেল না পটকা—তা নিশ্চিত হওয়া যায়নি।”
ঘটনার পর শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এবং স্লোগান দেন: “আমার হলে ককটেল, প্রশাসনের নাকে তেল।”
প্রক্টর ও ডাকসু নেতাদের সঙ্গে আলোচনা হবে—এই আশ্বাসের পর ভোর ৫টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া না গেলেও, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ইটের আঘাতে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।