নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টার মধ্যে এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়।
তবে এখনও ঘোষিত মোট কোটার তিন ভাগের এক ভাগ হজযাত্রীও নিবন্ধন সম্পন্ন করেননি। এ অবস্থায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না, তা আজ সোমবার (১৩ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে। তবে বিষয়টি সৌদি আরবের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।