ক্রীড়া প্রতিবেদক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রংপুর বিভাগ।
রোববার অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর, যা প্রমাণিত হয় একেবারেই সঠিক। অধিনায়ক আকবর আলী বোলিং আক্রমণে নিয়ে আসেন মোট আটজন বোলারকে, এবং প্রত্যেকেই রাখেন কার্যকর ভূমিকা। ফলাফল—খুলনাকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে ফেলা।
জবাবে ব্যাট হাতে আত্মবিশ্বাসী শুরু পায় রংপুর। উদ্বোধনী জুটিতেই নাসির হোসেন ও জাহিদ জাভেদ গড়েন ৬১ রানের জুটি। এরপর আবু হাসিম ও নাইম ইসলাম মিলে গড়েন অপরাজিত ৫৪ রানের জুটি, যা রংপুরকে সহজ জয় এনে দেয় ১৮ বল হাতে রেখেই।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন নাসির হোসেন। মাত্র ৩১ বলের ইনিংসে তিনি মারেন ৫টি চার ও ১টি ছক্কা। আবু হাসিম ৩২ বলে ৫টি চারে অপরাজিত ৪০ রান করেন। জাহিদ জাভেদ যোগ করেন ২৭ রান, আর নাইম ইসলাম অপরাজিত থাকেন ১৯ রানে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। মাত্র ২১ রানের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার ইমরানুজ্জামান, সৌম্য সরকার এবং এনামুল হক বিজয়। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ৪২ রানের জুটিই ছিল উল্লেখযোগ্য।
খুলনার ইনিংসে মিঠুন সর্বোচ্চ ৪৪ রান করেন, ৩২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে তাকে সঙ্গ দেন মৃত্যুঞ্জয় চৌধুরী, যার ব্যাট থেকে আসে ২৪ রান। তবে সৌম্য, আফিফ ও বিজয় ছিলেন ব্যর্থ। রংপুরের হয়ে বল হাতে ২ উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন, মাত্র ১৫ রানে।
এই জয়ে রংপুর বিভাগ নিজেদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত করল আরেকটি শিরোপা, আর ফাইনালে তারা দেখাল পরিপক্বতা, পরিকল্পনা ও পারফরম্যান্সের নিখুঁত মিশেল।