বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের প্রতিবাদ জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। তিনি স্পষ্ট করে বলেন, “বাবা চিকিৎসাধীন, তবে জীবিত। দয়া করে কেউ এসব ভুয়া খবরে কান দেবেন না।”
শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জয় বলেন, “বাবা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাচ্ছি।”
তিনি আরও জানান, বাবার অসুস্থতার খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে নিরাপদ সড়ক চাই-এর কর্মী, ভক্ত এবং সাধারণ মানুষ দোয়া করছেন। “এ জন্য আমরা কৃতজ্ঞ। সবার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানাই,” বলেন জয়।
তবে এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য ছড়াচ্ছেন। এতে শুধু জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বরং বাবার অসংখ্য ভক্তের হৃদয়েও কষ্ট লাগছে। আমরা এসব দায়িত্বহীন আচরণের নিন্দা জানাই।”
জয় সবার প্রতি অনুরোধ করে বলেন, “সত্যতা যাচাই না করে কোনো গুজব বা মিথ্যা খবরে বিশ্বাস করবেন না। বরং বাবার সুস্থতা কামনায় পাশে থাকুন।”