নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা-আনিস) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারfeb নির্বাচন নিয়ে আশ্বাস দিলেও সাধারণ মানুষের মধ্যে এখনও আস্থার অভাব রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তা হবে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু। কিন্তু বাস্তবতা হচ্ছে, সাধারণ মানুষ সে কথা বিশ্বাস করছে না।”
তিনি আরও বলেন, “যেখানেই যাই, সেখানকার রাজনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা প্রশ্ন করেন—ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না? এই প্রশ্ন থেকেই বোঝা যায়, নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।”
প্রাক্তন মন্ত্রিসভার সদস্য আনিসুল ইসলাম আরও অভিযোগ করেন, “সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি-জামায়াতের লোকজন বসে আছে। তাহলে প্রশ্ন ওঠে, সেই প্রশাসন দিয়ে কীভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব?”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “দেশে এখন ‘মব সন্ত্রাস’ চলছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা রীতিমতো হাস্যকর।”
তিনি আরও বলেন, “গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না। ভবিষ্যতে আবার দাবি উঠবে, যারা সংবিধান পরিবর্তন করেছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাই সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই একটি নির্বাচিত সংসদ প্রয়োজন।”
সভায় জাপা (আনিস) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের স্বপ্ন পূরণ হয়েছে কি না—এ নিয়ে এখনো সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে।”
সভায় আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদা।
সামগ্রিকভাবে, নির্বাচন ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অনিশ্চয়তা এবং সংশয় রয়েছে, তা স্পষ্টভাবে তুলে ধরেন জাতীয় পার্টির এই অংশের নেতারা।