এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল সংগ্রাম এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে মাচাদোকে।
১৯৬৭ সালে জন্ম নেওয়া মারিয়া কোরিনা মাচাদো পেশায় একজন ইঞ্জিনিয়ার ও অর্থনীতিবিদ। ১৯৯২ সালে তিনি কারাকাসে পথশিশুদের সহায়তায় কাজ করা ‘অ্যাথেনিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
২০১০ সালে জাতীয় পরিষদে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন তিনি। তবে ২০১৪ সালে কর্তৃত্ববাদী সরকারের রোষানলে পড়ে তাকে সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তবু মাচাদো থেমে যাননি। তিনি বিরোধী দল ‘ভেন্টে ভেনেজুয়েলা’-র নেতৃত্ব দেন এবং ২০১৭ সালে গঠন করেন ‘সোই ভেনেজুয়েলা’—একটি বিরোধী জোট যা দেশের রাজনৈতিক বিভাজন দূর করে গণতন্ত্রপন্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
২০২৩ সালে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন, যদিও সরকার তার প্রার্থিতা আটকে দেয়। পরে তিনি বিরোধীদের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে সমর্থন জানান।
কমিটির মতে, মারিয়া কোরিনা মাচাদো শুধুমাত্র তার দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেননি, বরং বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন—মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও জনগণের প্রতিনিধিত্বই প্রকৃত শান্তির মূলভিত্তি।