November 23, 2025, 8:28 pm

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম

  • Update Time : Saturday, October 11, 2025
  • 43 Time View

ইসরায়েলের কারাবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শহিদুল আলমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ অনেক শুভানুধ্যায়ী।

স্বাধীন মিডিয়া সংস্থা দৃকের ফেসবুক পেজে সকাল ৭টার দিকে শহিদুল আলমের দেশে ফেরার একটি ছবি প্রকাশ করা হয়। দৃকের ইনোভেশন ম্যানেজার রাহাত করিমও তাঁর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার তিনি ইসরায়েল থেকে মুক্তি পান এবং টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান।

শহিদুল আলম গাজামুখী একটি নৌবহরে অংশ নিতে গিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এই অভিযানের আয়োজন করে।

এই বহরে ৯টি নৌযান অংশ নেয়, যার মধ্যে ছিল ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আরেক সংহতি উদ্যোগের আটটি নৌযান। বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা এই যাত্রায় অংশ নেন, তাদের একজন ছিলেন শহিদুল আলম।

ইসরায়েলি বাহিনী ওই বহরে হামলা চালিয়ে সকলে আটক করে এবং পরে শহিদুল আলমসহ অনেককে দক্ষিণ ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নিয়ে যায়। তাঁর মুক্তির জন্য বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালায়।

শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com