বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ভাই, আমরা তো কারও মার্কা নিয়ে কিছু বলিনি। নির্বাচন কমিশন যে যার মার্কা দেবে। তাহলে ধানের শীষ নিয়ে এত টানাটানি কেন?’
আজ শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
নামের উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলিনি যে, তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে ধানের শীষ নিয়ে এমন তৎপরতা কেন? কারণ ধানের শীষ এখন অপ্রতিরোধ্য প্রতীক। গ্রামেগঞ্জে সবখানে এই প্রতীক মানুষের মুখে মুখে। তাই সেটাকে ঠেকানোর জন্য নানা চক্রান্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষ টিকে থাকলে বাংলাদেশের শত্রুরা তাদের চক্রান্তে পরাজিত হয়ে যাবে। তাই একে থামানোর চেষ্টা হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে দিল্লি গেছেন, এমনিতে না। আমরা লড়াই করে সেই ভিত্তি তৈরি করেছি, যার কারণে তাকে যেতে হয়েছে।’ তিনি দাবি করেন, ‘গত ১৫ বছর ধরে আমরা বুকের রক্ত দিয়ে গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরিয়ে আনব আমরা, প্রয়োজনে আবারও জীবন দেব।’
আসন্ন নির্বাচন নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটি আমরা কিছুতেই মেনে নেব না।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ বিষয়ে আমরা অনড়। দেশের জনগণও এটা মেনে নেবে না।’