রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে দোকানমালিক ও পুলিশ।
শম্পা জুয়েলার্স নামের ওই দোকানের মালিক জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৪০০ ভরি তাদের নিজস্ব, বাকি ১০০ ভরি গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকার ছিল। বর্তমানে বাজারে প্রতি ভরি সোনার মূল্য দুই লাখ টাকারও বেশি—এই হিসেবে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা।
চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দোকানটির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর। পরে তারা দ্বিতীয় তলার দোকানটির শাটার ভেঙে ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার নিয়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে, তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে।”
রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, চুরির সময় মার্কেটের নিরাপত্তাকর্মীরা সামনের অংশে দায়িত্বে থাকলেও পেছনের দিকটি অরক্ষিত ছিল। দোকানমালিক ও কর্মচারীরা মার্কেট বন্ধ করে রাতেই বাসায় চলে গিয়েছিলেন। এরপরই চোরেরা সুযোগ নেয়।
এ চুরির ঘটনায় শপিং মলের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চোরদের শনাক্ত ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।