আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় হারে সিরিজ শুরু করল বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় আফগানিস্তান।
বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই বিপর্যস্ত ছিল। ওপেনিং জুটি ভেঙে যায় মাত্র ১৮ রানে। তানজিদ হাসান তামিম ১০ এবং শান্ত ২ রান করে ফেরেন দ্রুতই। সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও ২৬ রানের বেশি করতে পারেননি। এরপর তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটি কিছুটা স্বস্তি এনে দেয়। তারা ১৪২ বলে ১০১ রানের জুটি গড়েন। হৃদয় করেন ৫৬ এবং মিরাজ করেন ৬০ রান।
শেষ দিকে ব্যর্থতা এবং নিয়মিত উইকেট পতনের কারণে ৪৮.৫ ওভারে ২২১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
জবাবে আফগানিস্তান ওপেনিংয়ে ভালো শুরু করে। ইব্রাহিম জাদরান (২৩) আউট হলেও গুরবাজ (৫০), রহমত শাহ (৫০), ওমরজাই (৪০), এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি (৩৩*) দলের জয় নিশ্চিত করেন। রহমত ও গুরবাজের তৃতীয় উইকেট জুটি ছিল ৭৮ রানের।
বল হাতে আফগানিস্তানের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই ৩টি করে উইকেট নেন।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ১১ অক্টোবর, একই ভেন্যুতে।