নারী ওয়ানডে বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ১৭৮ রানের লক্ষ্য দিয়ে শুরুতে ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটের দৃঢ় ইনিংসে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংলিশরা।
তবে ম্যাচ শেষে আলোচনায় এসেছে ভারতীয় টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালানের দুটি বিতর্কিত সিদ্ধান্ত, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই দুই সিদ্ধান্তে হিদার নাইট দুইবার বেঁচে যান—একবার শূন্য রানে এবং আরেকবার ১৩ রানে। পরে ১১১ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ৭৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হিদার।
প্রথম বিতর্কিত সিদ্ধান্ত আসে ইনিংসের তৃতীয় ওভারে। মারুফা আক্তারের করা একটি বল ব্যাটে ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে গেলে ফিল্ড আম্পায়ার আউট দেন। কিন্তু রিভিউ নিয়ে টিভি আম্পায়ার আলট্রাএজে ‘পর্যাপ্ত প্রমাণ নেই’ দেখিয়ে সিদ্ধান্ত বদলে দেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৫তম ওভারে। ফাহিমা খাতুনের বলে হিদার নাইটের ক্যাচ নেন স্বর্ণা আক্তার। আবারও রিভিউ নেয়া হলে, একাধিক অ্যাঙ্গেল থেকেও নিশ্চিত হতে না পারায় নট আউট ঘোষণা দেন গায়ত্রী ভেনুগোপালান।
এই বিতর্কিত মুহূর্তগুলোর পরও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। বিশেষ করে বোলিংয়ে নজর কেড়েছেন মারুফা আক্তার ও ফাহিমা খাতুন। মারুফা তার গতির ঝড় ও সুইংয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন ভেঙে দেন শুরুতেই। মাত্র ৫ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি, তবে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
অন্যদিকে, ফাহিমা খাতুন ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন দুর্দান্ত।
এর আগে ব্যাটিংয়ে সুবহানা মুস্তারির হাফ সেঞ্চুরি ও রাবেয়া খানের ঝড়ো ৪৩ রানে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে বাংলাদেশ। রাবেয়া মাত্র ২৭ বলে ৬টি চার ও ১টি ছয়ে করেন তার ইনিংসটি।
ইংল্যান্ড দল ৪৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। নারী বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর, প্রতিপক্ষ নিউজিল্যান্ড নারী দল।