দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন রোগী।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫২ হাজার ১০৪ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪৭৩ জন রোগী, যাদের মধ্যে ১ হাজার ৬১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালের রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।