সৌদি আরব সরকার এক সুখবর দিয়েছে যে, এখন দেশটিতে অবস্থানরত যেকোনো ধরনের ভিসাধারী—ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রমিকসহ—পবিত্র ওমরাহ পালনে অংশ নিতে পারবেন। এই ঘোষণা এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন সুবিধার মাধ্যমে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানরা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। এটি সৌদি আরব সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে তারা ওমরাহযাত্রীদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে চায়।
সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে ওমরাহ পালনের ইচ্ছুকরা নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে এবং ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এই ডিজিটাল সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে সেবা নির্বাচন ও সময়সূচিও নির্ধারণ করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ। তারা নিশ্চিত করতে চান যে, ইমানদাররা নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন এবং তাদের ধর্মীয় আচার পালন করতে পারবেন। পাশাপাশি, আল্লাহর অতিথিদের জন্য সেরা সেবা প্রদানে তাদের অঙ্গীকার রয়েছে।