জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব এড়িয়ে নির্বাচনের মধ্য দিয়ে কেবলমাত্র নিরাপদ প্রস্থানের চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (আজ) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “কিছু উপদেষ্টার মধ্যে আমরা এমন মনোভাব লক্ষ্য করছি, যেন তারা কেবল দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে কোনোভাবে এক্সিট নিতে চায়—দেশে থাকুক বা বিদেশে। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে এমন সরকার কার্যকর হতে পারে না।”
তিনি আরও বলেন, “এত শহীদ, এত ত্যাগের পর যারা আজকের অবস্থানে এসেছে, তারা যদি জীবনের ঝুঁকির ভয় করে দায়িত্ব এড়িয়ে যেতে চায়, তাহলে শুরুতেই দায়িত্ব নেওয়া উচিত ছিল না। দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার নামে যদি ক্ষমতায় কে আসবে, সেটা নিয়ে দর-কষাকষি করা হয়, তাহলে জনগণের সামনে তাদের জবাবদিহির প্রশ্ন থেকেই যাবে।”
সারজিস আলম জোর দিয়ে বলেন, “সেফ এক্সিট কোথায়? পৃথিবীতে একটাই সেফ এক্সিট আছে—মৃত্যু। আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন, বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজে বের করবে—সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা সরাসরি। তাই যারা মনে করে এত ত্যাগ, রক্ত আর আন্দোলনের অর্জনকে পাশ কাটিয়ে কেবল নিরাপদ প্রস্থানের চিন্তা করবে, তারা ভুল করছে। শহীদ মায়েরা তাদের ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ হোক, ঐকমত্য কমিশন হোক কিংবা মন্ত্রণালয়—সবখানেই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। শুধু চেয়ার নড়বে ভেবে কেউ যদি সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তার এই সরকারের অংশ হওয়া উচিত হয়নি।”
এক প্রশ্নের জবাবে সারজিস আলম জানান, নির্বাচনকে সামনে রেখে এনসিপি জোট গঠন, বোঝাপড়া কিংবা রাজনৈতিক ঐক্য গড়ার বিষয়ে আলোচনা করছে। তিনি বলেন, “আমরা মনে করি, জনগণের স্বার্থে একাধিক রাজনৈতিক দলের ভাবনা ও দাবি যদি মিলে যায়, তাহলে একসঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামা যেতে পারে। এনসিপিও এই আলোচনায় ইতিবাচক রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”