November 23, 2025, 8:31 pm

বাগ্‌দান সারলেন রাশমিকা ও বিজয়

  • Update Time : Sunday, October 5, 2025
  • 35 Time View

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। বরং তাঁরা একে অপরকে বরাবরই ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন। তবে বহুদিন ধরেই তাঁদের ঘিরে প্রেম ও বাগ্‌দানের গুঞ্জন ছিল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, গুঞ্জন নয়, সত্যিই তাঁরা বাগ্‌দান সম্পন্ন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে—সম্প্রতি পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে একান্ত এক আয়োজনে বাগ্‌দান সেরেছেন বিজয় ও রাশমিকা। আর বিয়ের দিনক্ষণও নাকি ঠিক হয়ে গেছে—২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের চারহাত এক হতে চলেছে।

তবে এই তারকা জুটি এখনও বাগ্‌দানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নিজেদের ব্যক্তিগত জীবনকে এখনই জনসমক্ষে আনতে চান না তাঁরা। সেই কারণেই এখনই কোনো ঘোষণা আসছে না।

এরই মাঝে রাশমিকার একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তাঁকে দেখা গেছে শাড়ি পরা অবস্থায়, কপালে তিলক—ঐতিহ্যবাহী সাজে। অনেকে ধারণা করছেন, এ ছবিগুলো হয়তো তাঁর বাগ্‌দান অনুষ্ঠানের দিন তোলা।

দশেরা উপলক্ষে সেই পোস্টে রাশমিকা লেখেন, “হ্যাপি দশেরা, মাই লাভস…। এ বছরটা আমার জন্য বিশেষ, কারণ দর্শকদের ভালোবাসা আমাকে এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে। ‘থামা’ সিনেমার ট্রেলার ও গান এতটা সাড়া ফেলবে, ভাবিনি। তোমাদের বার্তা ও সমর্থন আমার দিনগুলোকে আরও সুন্দর করে তুলছে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাশমিকা ও বিজয়ের একসঙ্গে ছুটি কাটানো, ঘনিষ্ঠতা বা সম্পর্ক নিয়ে নানা খবর ঘুরছে টিনসেল টাউনে। কিন্তু তাঁরা কখনোই সেগুলো প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি। এখনো তাঁদের পক্ষ থেকে বাগ্‌দান বা বিয়ের বিষয়েও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

রাশমিকা বর্তমানে ব্যস্ত ‘ককটেল ২’-এর শুটিংয়ে। সামনে তাঁকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ নামের একটি হরর-কমেডি ছবিতে, যেখানে আরও অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর।

অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি অভিনয় করেছেন গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’-এ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com