আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের সাহসী জুটিতে ৫ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় জাকের আলি অনিকের নেতৃত্বাধীন দল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন মাত্র ২ রান করে আউট হয়ে ফিরে যান। এরপর সাইফ হাসান ও জাকের আলি অনিক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সাইফ ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন। জাকেরের ব্যাটে কিছুটা আশার আলো জ্বললেও ৩২ রানে তিনি আউট হয়ে গেলে চাপ বাড়ে দলের ওপর।
এরপর শামীম হোসেনও ৩৩ রানে আউট হলে স্কোরবোর্ড দাঁড়ায় ১০৫/৫। দ্রুত আরও তিন উইকেট হারিয়ে ১২৯ রানে ৮ উইকেট হারানো অবস্থায় ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। তবে নুরুল হাসান সোহান (২১ বলে ৩১ রান) দৃঢ়তায় দলের হাল ধরেন। শেষদিকে পেসার শরিফুল ইসলামের কিছু মূল্যবান বাউন্ডারিতে জয়সূচক রান আসে, যা নিশ্চিত করে বাংলাদেশের সিরিজ জয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। দলটির পক্ষে ইব্রাহিম জাদরান করেন সর্বোচ্চ ৩৮ রান এবং গুরবাজ করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। আফগানদের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট শিকার করেও জেতাতে পারেননি দলকে।