বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপ’ ও ‘নির্বাচনি ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে পুরো প্যানেলও নির্বাচন বর্জন করেছে।
বুধবার (১ অক্টোবর) সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ও তার প্যানেলের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইব্রাহিম আহমেদ, মীর হেলাল, সৈয়দ বোরহান হোসেন পাপ্পু ও ইসরাফিল খসরু।
ইসরাফিল খসরু গণমাধ্যমকে জানান, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। এখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা নতুন বাংলাদেশে এই ধরনের নির্বাচন দেখতে চাই না।”
তিনি আরও দাবি করেন, সরকারের একটি মহল নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, আগের দিন রাতেই তামিম প্যানেল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে।
উল্লেখ্য, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি নিয়ে আদালত স্থগিতাদেশ দেয়। ধারণা করা হচ্ছে, এই ক্লাবগুলোর ভোট তামিম প্যানেলের পক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্ধারণে বিসিবি সভাপতির চিঠি নিয়েও আপত্তি জানিয়েছিল তামিম প্যানেল।