November 23, 2025, 11:14 pm

পর্যটকে ঠাসা কক্সবাজার, পাঁচ লাখের বেশি মানুষের ভিড়

  • Update Time : Wednesday, October 1, 2025
  • 29 Time View

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার এখন পর্যটক-দর্শনার্থীতে ভরপুর। শহরের হোটেল, রিসোর্ট ও সৈকতের বিভিন্ন পয়েন্টে কয়েক লাখ মানুষের ভিড় দেখা যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, এ ছুটিতে কক্সবাজারে পাঁচ লাখের বেশি পর্যটক আসবেন এবং কয়েকশ কোটি টাকার বাণিজ্য হবে।

মঙ্গলবার রাত থেকে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ট্রেন, বাস ও প্রাইভেট গাড়িতে করে ভ্রমণপ্রেমীরা কক্সবাজারে পৌঁছান। বিকেল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী, ইনানী ও হিমছড়িতে উপচে পড়া ভিড় দেখা গেছে। যদিও হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়েন পর্যটকরা।

বিভিন্ন বয়সী মানুষ সাগরে গোসল, সূর্যাস্ত দেখা ও সৈকতে হাঁটাহাঁটিতে ব্যস্ত সময় কাটান। হোটেল-মোটেল জোন, কলাতলী ডলফিন মোড়, বাইপাস সড়কসহ শহরের মূল সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। বড় বাসগুলো টার্মিনালে থাকলেও ব্যক্তিমালিকানাধীন গাড়ির কারণে শহরের ভেতরে ভিড় ও গাড়ির চাপ বেড়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও নারী পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। লাইফগার্ড সদস্যরা সৈকতে সতর্ক অবস্থায় রয়েছেন। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চালু রয়েছে তথ্যকেন্দ্র।

হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমেই আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা।

টুয়াকের আহ্বায়ক মিজানুর রহমান মিল্কী বলেন, “শুধু কক্সবাজার নয়, ইনানী ও হিমছড়িতেও পর্যটকদের উপস্থিতি বেড়েছে।”
হোটেল ওশান প্যারাডাইসের বিপণন ব্যবস্থাপক ইমতিয়াজ নুর সোমেল জানান, “ছুটিতে হোটেল পুরোপুরি বুকড। এভাবে পুরো মৌসুম ভরপুর থাকলেই ভালো হবে।”

পর্যটকদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান ও পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত সি সেইফ লাইফগার্ড সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান, “বিশ্ব পর্যটন দিবসের পর থেকেই পর্যটকের চাপ বেড়েছে। এই ভিড় শনিবার পর্যন্ত চলবে বলে আশা করছি।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com