আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) বরিশাল নগরীর শঙ্কর মঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন তো নয়ই, এমনকি জাতীয় নির্বাচনের পরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছি না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী— তা নিয়ে প্রশ্ন থাকলেও, তা তুলে নেওয়ার কোনো ইঙ্গিত নেই।”
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব প্রসঙ্গে তিনি বলেন, “দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবেই হচ্ছে। অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
সংবিধান সংস্কার বিষয়ে তিনি জানান, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। তবে যেগুলো সাধারণ বা অধ্যাদেশের মাধ্যমে করা যায়, তা ইতোমধ্যে করা হয়েছে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। “নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই,”— বলেন আসিফ নজরুল।