বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।”
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করে সংবাদমাধ্যম জিটিও।
অভিযোগগুলোর প্রেক্ষিতে ড. ইউনূস বলেন, “বর্তমানে ভারতের একটি বড় সমস্যা হলো ভুয়া খবরের প্রসার।” তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে প্রচার চালানো হচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ যখন আমাকে বেছে নেয়, আমি বিস্মিত হয়েছিলাম। যদিও আমি শুরুতে প্রস্তুত ছিলাম না, তবে আন্দোলনকারীদের আত্মত্যাগ দেখে সিদ্ধান্ত বদলাই।”
সাক্ষাৎকারে ড. ইউনূস আরও কথা বলেন নির্বাচন বিলম্বিত হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে।
সূত্র: বাসস