লাইসেন্স নবায়ন, ওএমএসের চাল বিক্রি, ফেয়ার প্রাইস নির্ধারণ ও খাদ্যশস্য সংগ্রহে ঘুষ লেনদেনের অভিযোগে কেরাণীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও পিয়নকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।
দুদক সূত্রে জানা যায়, খাদ্যগুদামের চাল স্থানীয় মুড়ি কারখানায় বিক্রির অভিযোগও পেয়েছে কমিশন। অভিযানের পর পুরনো ডিলারদের বাতিল করে এখন ওপেন লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে পুরো ঘটনার বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।