ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২০ নির্দেশনার প্রস্তাব ঘোষণা করেন, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন। এখন হামাসের অনুমোদনের অপেক্ষা চলছে।
প্রস্তাব অনুযায়ী হামাস সম্মত হলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত—সব জিম্মি মুক্তি পাবে। হামাস গাজার ওপর নিয়ন্ত্রণ ছাড়বে এবং তাতে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে এক অন্তর্বর্তী প্রশাসন গঠিত হবে; প্রশাসনের প্রধানত্বে থাকবেন ট্রাম্প। একই সঙ্গে গাজার বাসিন্দারা তাদের ভিটে-ভিটেই থাকতে পারবেন — তাদের কোনো বিদেশে জোরপূর্বক পাঠানো হবে না।
ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে এবং এ কাজে আরব দেশগুলো সহায়তা করবে। হামাসের সুড়ঙ্গ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হবে। তিনি আরব নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছেন।
ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, প্রস্তাবে অসম্মতি বা পরে সরে গেলে ইসরায়েল তাদের নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেবে এবং যুক্তরাষ্ট্র তা সমর্থন করবে। তিনি বলেন, হামাস নির্মূল করা হবে — “সহজ উপায়ে বা কঠিন উপায়ে”, কিন্তু তা করতে হবে; সহজ উপায়কে অগ্রাধিকার দেওয়া হবে।