এশিয়া কাপ ফাইনালের উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। ফাইনালে ভারতের জয় এবং পরবর্তী বিতর্কিত আচরণকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্ব। ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভি উপস্থিত থাকায় ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছিল, তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। ফলে ট্রফি হাতে না নিয়েই উদযাপন করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রশিদ লতিফ এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় দলকে বহিষ্কার করা হোক। অন্য খেলায় এমন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু আইসিসির অধিকাংশ পদেই ভারতীয়রা থাকায় তা সম্ভব নয়। এটি ক্রিকেটের জন্য কলঙ্কজনক দিন।”
তবে ভারতের প্রতি কিছুটা সহানুভূতি দেখিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার মন্তব্য, “ভারতীয় খেলোয়াড়দের ওপর অনেক চাপ ছিল। তারা জিতলেও ট্রফিটা হাতে পেল না। এখন হয়তো বিষয়টি নিয়ে উদযাপন করছে, কিন্তু ভবিষ্যতে এর আফসোস হবে।”