অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ঘিরে চলমান পরিস্থিতি এবং মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়েও কথোপকথন হয় বলে জানা গেছে।
এছাড়াও, নিউইয়র্কে অবস্থানকালে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।
একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ-রাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ রাবাব ফাতিমাও অধ্যাপক ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
এই বৈঠকগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশের অংশগ্রহণ, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।