November 24, 2025, 12:35 am

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু

  • Update Time : Monday, September 29, 2025
  • 19 Time View

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন।

নূরুল মজিদ গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদীর মাধবদী এলাকায় ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com