জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজ দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এক বছর আগে তারা বাগদান সারেছিলেন, আর এবার শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এই খবর প্রকাশ করেছে।
সেলেনা নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করে খবরটি জানিয়েছেন। ক্যাপশনে লেখা ছিল “৯.২৭.২৫।” ভিডিওতে দেখা গেছে, সেলেনা তার স্বামীর কালো বো-টাই ঠিক করছেন এবং পরবর্তীতে তারা চোখে চোখ রেখে চুমু দেন। বেনি ব্ল্যাঙ্কোও সেলেনার পোস্টে মন্তব্য করে লিখেছেন, “বাস্তব জীবনে আমার স্ত্রী।”
ভোগ ম্যাগাজিনের তথ্য মতে, সি ক্রেস্ট নার্সারির সবুজ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৭০ জন আত্মীয় ও বন্ধুদের পাশাপাশি সেলেনার বহু পরিচিত মুখও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন টেলর সুইফট, পল রাড, অ্যাশলি পার্ক, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন, প্যারিস হিলটন এবং এড শিরান।
সেলেনার আগের সম্পর্ক ছিল কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবারের সঙ্গে, যার সঙ্গে তার সম্পর্ক শেষ হয় ২০১৮ সালে। এরপর জাস্টিন বিবার হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান করেন। সেলেনা নিজে একবার বলেছেন, জাস্টিনের সঙ্গে বিচ্ছেদ তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, তবে এখন সে সব অতীত হয়ে গেছে এবং নিজেকে নতুন করে গড়ে তুলছেন।
২০১৯ সালে বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করার পর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং ২০২৩ সালের ডিসেম্বর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। এক বছর আগে বাগদান সারার পর এবার তারা বিবাহিত জীবন শুরু করলেন।