November 24, 2025, 3:48 am

শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম

  • Update Time : Sunday, September 28, 2025
  • 27 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। শুরুতেই কমিশন সংলাপে বসছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের সঙ্গে।

শনিবার বিকেলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ইসি ৩০ জন সুশীল সমাজ ও বুদ্ধিজীবীর সঙ্গে আলোচনা করবে। এরপর দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে সংলাপে অংশ নেবে কমিশন।

এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। ইসি সূত্র জানায়, অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথক সংলাপে বসবে কমিশন।

নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এই সংলাপের মূল লক্ষ্য হলো—সব অংশীজনের মতামত নিয়ে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নির্বাচন কমিশন আশা করছে, বিভিন্ন পক্ষের সুপারিশ ও পরামর্শ গ্রহণের মাধ্যমে কমিশনের প্রস্তুতি আরও কার্যকর ও জনগণের আস্থাভাজন হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com