November 23, 2025, 8:40 pm

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১ জন

  • Update Time : Saturday, September 27, 2025
  • 19 Time View

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলনের ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এই দুর্ঘটনার খবর দেশীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। কারুর জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেন, আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও আহতদের আসার কথা রয়েছে, তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে।

ঘটনাস্থলে ছিল প্রায় ৩০ হাজার মানুষ, যারা অন্তত ছয় ঘণ্টা ধরে বিজয়ের জনসভায় উপস্থিত থাকার জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময় থেকে বিজয় দেরিতে জনসভায় আসায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের এই ভয়াবহ ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “কারুর থেকে পাওয়া খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিতদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

দুর্ঘটনার পর বিজয় আকস্মিকভাবে তার বক্তৃতা শেষ করেন এবং তার দলের কর্মীরা ভিড় সামলাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা পায় এবং আহতদের উদ্ধার করতে সময় লেগেছে।

চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ডিএমকে বিজয়ের দলের প্রতি অবহেলার কারণে এই দুর্ঘটনার জন্য দোষারোপ করেছে এবং থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে।

এর আগে, ২০ সেপ্টেম্বর টিভিকে কঠোর নিরাপত্তা বিধি জারি করেছিল, যাতে সমাবেশে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থরা অনলাইনে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয় এবং বিজয়ের গাড়িবহরের অনুসরণ ও বরণ নিষিদ্ধ করা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com