শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ দেশবাসী ও দলের কর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব। এই উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার ও উৎসব পালন করে আসছে। এই সহাবস্থানের নজির বিশ্বে বিরল।”
জামায়াত আমির আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই সংস্কৃতির জন্য আন্তর্জাতিক মহলও বাংলাদেশের প্রশংসা করেছে। অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রে উইল কুক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশকে ‘বিশ্বে বিরল’ এবং ‘উন্নত মডেল’ হিসেবে অভিহিত করেছেন।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করুক। এদেশের সব ধর্ম-বর্ণের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
বিবৃতিতে তিনি প্রশাসনের প্রতি পূজামণ্ডপগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জামায়াতে ইসলামীর সকল স্তরের কর্মী এবং শান্তিপ্রিয় জনগণের প্রতি শারদীয় উৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার অনুরোধ জানান।