এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ এবং শতকোটি টাকার অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, “অভিযোগের ভিত্তিতে সচিব পদে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তির বিরুদ্ধে এনআইডি তথ্য পাচারের মামলার সম্পৃক্ততা এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে এনফোর্সমেন্ট টিম তদন্তে নামে।”
অভিযান চলাকালে রাজধানীর ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের তিনটি শাখায় তল্লাশি চালায় দুদকের টিম। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর মালিকানা, লেনদেনের পরিমাণ ও বর্তমান স্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়।
এছাড়া ঘুষ লেনদেন সংক্রান্ত চুক্তিপত্রে উল্লিখিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, প্রাপ্ত রেকর্ড ও প্রমাণ পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম। এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ তদন্তে দুদকের পদক্ষেপ গুরুত্বপূর্ণ নজির হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।