বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে এই তারকা জুটিকে নিয়ে নানা সময় গুঞ্জন ছড়ালেও, সাম্প্রতিক একটি খবরে বলিউডে ফের উত্তাপ ছড়িয়েছে—এই দম্পতি সম্ভবত প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন, আর মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ।
গত কয়েক দিন ধরেই গুঞ্জন, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা এবং চলতি বছরেই সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। যদিও এ বিষয়ে ক্যাটরিনা কিংবা ভিকি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এমনকি ক্যাটরিনাকে বেশ কিছু দিন ধরে জনসম্মুখেও দেখা যাচ্ছে না।
এমন অবস্থায় বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে (৩৮-৪১ সপ্তাহ) রয়েছেন। সূত্রের বরাতে আরও জানানো হয়, তার সম্ভাব্য ডেলিভারির তারিখ হতে পারে ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে। অভিনেত্রী এবং তার স্বামী ভিকি কৌশল বিষয়টি নিয়ে এখনো নীরবতা বজায় রাখছেন। ধারণা করা হচ্ছে, সন্তান জন্মের পরেই এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।
ভিকি-ক্যাটরিনার সম্পর্কের শুরুটাও ছিল বেশ গোপনীয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক আড়ালে রাখার পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে অংশ নেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।
এরপর ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাটরিনা স্বীকার করেন, ভিকির সঙ্গে তার সম্পর্ক একেবারে হঠাৎ করেই তৈরি হয়। প্রথমে খুব বেশি কিছু না জানলেও, ধীরে ধীরে মন জয় করে নিয়েছিলেন ভিকি। পরিচালক জয়া আখতারের একটি পার্টিতে তাদের প্রথম ঘনিষ্ঠতা তৈরি হয় বলেও জানান ক্যাটরিনা।
বর্তমানে ভিকি কৌশল বিভিন্ন চলচ্চিত্রে ব্যস্ত থাকলেও, ক্যাটরিনা কাইফ পুরোপুরি ব্যক্তিগত সময় উপভোগ করছেন বলেই ধারণা করা হচ্ছে। এখন ভক্তদের নজর শুধু একটি দিকেই—এই তারকা দম্পতির ঘর সত্যিই কি নতুন অতিথির আগমনে পূর্ণ হতে চলেছে? উত্তর সময়ই দেবে।