November 24, 2025, 4:12 am

থমথমে রাবি, রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা

  • Update Time : Sunday, September 21, 2025
  • 57 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে অচল হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজ রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এরই প্রভাবে থমকে গেছে আসন্ন রাকসু নির্বাচনের প্রচারণাও।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা। উভয় পক্ষই তাকিয়ে আছেন এই বৈঠকের সিদ্ধান্তের দিকে।

রোববার সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। যদিও শিক্ষকরা সরাসরি অংশ নেননি কর্মসূচিতে। সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও কিছু বিভাগে ক্লাস ও পরীক্ষা চলেছে নিজ উদ্যোগে।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শনিবার শিক্ষার্থীদের সঙ্গে যে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের আজকের মধ্যেই চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে তাদের ‘প্রাতিষ্ঠানিক সুযোগ’ পুনরায় নিশ্চিত করতে হবে।

অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “উপ-উপাচার্যকে শিক্ষার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, এমনকি তাকে বাসভবনে ঢুকতেও দেয়নি। এ ধরনের সন্ত্রাসী আচরণকারীদের কঠোর শাস্তি দিতে হবে।”

সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানার দাবি, “শিক্ষার্থী পরিচয়ে যারা হামলা চালিয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বহিরাগতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে। শাস্তি না দিলে আমরা সবকিছু বন্ধ করে দেব।”

ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিবেশ। রাকসু নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় নামেননি সকাল পর্যন্ত। অনেকেই এ পরিস্থিতিতে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে, দুপুরের পর থেকে প্রচারণা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার বিকেলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মঈন উদ্দিন প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে বাসভবনে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা গেটে তালা লাগিয়ে দেন। এরপর তিনি জুবেরী ভবনে আশ্রয় নেন। সঙ্গে ছিলেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

পরবর্তীতে শিক্ষার্থীরা জুবেরী ভবনেও উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। রাত পৌনে ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার পর শনিবার রাতে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম রবিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com