জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম ফারিয়া নতুন জীবনের পথে পা রেখেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন।
পাত্রের নাম তানজিম তৈয়ব। তার গ্রামের বাড়ি রাজশাহী। উচ্চশিক্ষা শেষ করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে, ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে কাজ করছেন দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কম নয়। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহ আর পরিবারের হঠাৎ সিদ্ধান্তে এই নতুন পরিণয়।”
তিনি আরও জানান, সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় এবং তার একমাত্র ননদ বিদেশে থাকায় বিয়ের মূল অনুষ্ঠানে অনেকেই উপস্থিত থাকতে পারেননি। তবে সামনে পরিবারের সদস্য, সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিসেপশন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শেষে তিনি বলেন, “আমাদের নতুন যাত্রায় সবার ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”