নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তবে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ও টিআইবি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইফতেখারুজ্জামান বলেন, “যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে তা বাস্তবায়ন করা কঠিন। একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করাও জরুরি।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে অনেকেই রয়েছেন, যারা অতীতে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ছিলেন বা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বলা যাবে না যে প্রশাসনে এখন পতিত সরকারের কোনো সহযোগী নেই।”
টিআইবি নির্বাহী পরিচালক আরও অভিযোগ করেন, দেশে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মধ্যে ফেলা হয়েছে। তার ভাষায়, “প্রায় পাঁচ দশক ধরেই প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের জায়গাগুলোকে ধীরে ধীরে দলীয় প্রভাবে দুর্বল করা হয়েছে।”
তবে তিনি মনে করেন, সব কর্মকর্তা-কর্মচারী পক্ষপাতদুষ্ট নন। অনেকেই পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন।
শেষে তিনি বলেন, “রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। সময় দিতে হবে যেন প্রশাসনে নতুন ধরণের পেশাদারিত্ব ও স্থিতিশীলতা গড়ে ওঠে।”