November 24, 2025, 12:31 am

কোনো জোটে যাচ্ছে না এনসিপি: নাহিদ ইসলাম

  • Update Time : Saturday, September 20, 2025
  • 48 Time View

জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি আপাতত কোনো বড় রাজনৈতিক জোটে যাচ্ছে না, বরং স্বতন্ত্র রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় দলটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হলে গণপরিষদের কোনো বিকল্প নেই। আমরা উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।”

তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায় এনসিপি। এজন্য অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে সক্রিয় হবে দলটি।

নির্বাচন কমিশনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা নিবন্ধনের অপেক্ষায় আছি। ‘শাপলা’ প্রতীক না দেওয়ার পক্ষে কমিশনের কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই। আমরা আশাবাদী, এই প্রতীকই পাব।”

তিনি আরও বলেন, “আমরা কার্যকর উচ্চকক্ষ, জবাবদিহিতা ও সুশাসনের পক্ষে। এই উচ্চকক্ষই হবে জুলাই সনদের বাস্তবায়নের গ্যারান্টি।”

এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “জোট ও গণপরিষদ বিষয়ে আমাদের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে এখনো ‘আওয়ামী দোসররা’ সক্রিয় রয়েছে। তাই এসব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।”

সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতারা অংশ নেন এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে মত দেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com